রাবেয়া কমিউনিটি প্যারামেডিক ইনস্টিটিউটে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশতি হয়েছে। Bangladesh Nursing & Midwifery Council এর অধীনে পরিচালিত কোর্স। ০২ বছর মেয়াদী কোর্স সাথে রয়েছে উপজেলা স্বাস্থ কমপ্লেক্স এ ইর্ন্টানীর সুযোগ এবং পাবে ওটিসি ড্রাগ দিয়ে ব্যাবস্থাপনা দেওয়ার সুযোগ।
কোর্স সমূহ তথ্যাবলি:
- ০২ বছর মেয়াদী কমিউনিটি প্যারামেডিক কোর্স।
- ০৬ মাসে ০১টি সেমিস্টার হিসেবে মোট ০৪টি সেমিস্টার।
ভর্তির সময়সূচী:
- আগে আসলে আগে ভর্তি এমন শর্তে সর্বমোট ৩০টি আসনে ছাত্র/ছাত্রী ভর্তি করানো হবে।
- চাকুরিজীবিদের জন্য রয়েছে বিশেষ (শুক্রবারের ) ক্লাশের ব্যবস্থা।
- প্রতিদিন সকাল ১০ টা হতে দুপুর ০২ টা পর্যন্ত ভর্তি কার্যক্রম চলমান থাকবে।
- কোর্স শেষে বাংলাদেশ নার্সিং কাউন্সিল কর্তৃক সার্টিফিকেট এবং রেজি: নম্বর প্রদান করা হবে।
ভর্তির যোগ্যতা : যেকোন সালে যেকোন গ্রুপ হতে এসএসসি বা সমমান পাশ।
ভর্তি হতে প্রয়োজনীয় কাগজ পত্র:
- যেকোন সালে যেকোন গ্রুপ হতে এসএসসি বা সমমান পাশের সার্টিফিকেট এবং মার্ক শিটের ফটোকপি।
- এনআইডি বা জন্ম সনদের ফটোকপি।
- ০৪ কপি ছবি।
ভর্তি হতে মোট খরচ হবে ৬০,০০০ টাকা। ভর্তির সময় ১০,০০০ টাকা এবং ফরম বাবদ ৩০০ টাকা দিতে হবে। বাকী ৫০,০০০ টাকা ০২ বছরের মধ্যে কোর্স চলাকালীন সময়ে সেমিস্টার অথবা মাসিক আকারে প্রদানের সুযোগ রয়েছে। ভর্তির জন্য যোগাযোগ: ০১৬২৫১৫৬৫৮৭
রাবেয়া কমিউনিটি প্যারামেডিক ইনস্টিটিউট এর ঠিকাণা: সাভার, রেডিও কোলনী হতে ১০০ গজ সামনে ( রাবেয়া ক্লিনিক) ঢাকা।