এমবিবিএস ভর্তি সার্কুলার ২০২১-২২ – মেডিকেল ভর্তি বিজ্ঞপ্তি – ২০২১-২২ শিক্ষাবর্ষে সকল সরকারী ও বেসরকারী মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. এ কে এম আহসান হাবীব স্বাক্ষরিত এ ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে এবারও ভর্তির আবেদনের যোগ্যতা এসএসসি ও এইচএসসি মিলিয়ে মোট জিপিএ-৯ নির্ধারণ করা হয়েছে।
অনলাইন ভর্তির আবেদন গ্রহণ আগামী ২৮/০২/২০২২ খ্রিস্টাব্দ তারিখ সকাল ১০:০০ ঘটিকা হতে শুরু হবে। অনলাইন আবেদনের শেষ তারিখ ১০/০৩/২০২২ খ্রিস্টাব্দ তারিখ রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত অপরিবর্তিত থাকবে। এবারও আবেদন ফি এক হাজার টাকা নির্ধারণ করা হয়েছে যা শুধুমাত্র টেলিটক প্রিপেইড সিম এর মাধ্যমে জমা নেওয়া হবে। এবার মেডিকেল কলেজসমূহের ভর্তি পরীক্ষা ১ এপ্রিল অনুষ্ঠিত হবে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য নিচে তুলে দেওয়া হলোঃ
আবেদনের যোগ্যতা:
- ২০১৮ বা ২০১৯ সালের এসএসসি বা সমমানের পরীক্ষায় ও ২০২০ বা ২০২১ সালের এইচএসসি বা সমমানের পরীক্ষায় পদার্থ, রসায়ন ও জীববিদ্যাসহ পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। ২০১৮ সালের পূর্বে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র/ছাত্রীরা আবেদন করতে পারবেনা।
- সকল দেশি ও বিদেশি শিক্ষা কার্যক্রমে এসএসসি / সমমান ও এইচএসসি / সমমান দুটো পরীক্ষা মিলিয়ে কমপক্ষে জিপিএ ৯ থাকলে তাঁরা পরীক্ষায় অংশ গ্রহণের সুযোগ পাবে।
- উপজাতি ও পার্বত্য জেলার অ-উপজাতি শিক্ষার্থী যাঁদের জিপিএ ৮ আছে তাঁরা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। তবে কোনোটিতে জিপিএ-৩ দশমিক ৫০ এর নিচে থাকলে সেই শিক্ষার্থী পরীক্ষা দিতে পারবেনা।
- সকলের জন্য অবশ্যই এইচএসসি বা সমমান পরীক্ষায় জীববিজ্ঞানে জিপিএ ন্যূনতম ৩ দশমিক ৫ থাকতে হবে।
মানবন্টন:
- ১০০ (একশত) নম্বরের ১০০টি এমসিকিউ প্রশ্নের ১ (এক) ঘণ্টার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষায় বিষয়ভিত্তিক নম্বরঃ- জীববিদ্যা-৩০; রসায়নবিদ্যা-২৫; পদার্থবিদ্যা-২০; ইংরেজি-১৫; সাধারণ জ্ঞানঃ বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতি- ৬, আন্তর্জাতিক-৪।
- ২০১৯-২০ শিক্ষাবর্ষে এমবিবিএস/বিডিএস ভর্তি পরীক্ষায় পূর্ববর্তী বছরের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের সর্বমোট (Aggregated) নম্বর (এসএসসি/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ-এর ১৫ গুণ+এইচএসসি/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ-এর ২৫ গুণ+ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বর) থেকে ০৫ নম্বর কেটে এবং পূর্ববর্তী বছরের সরকারী মেডিকেল বা ডেন্টাল কলেজ/ইউনিট-এ ভর্তিকৃত ছাত্রছাত্রীদের ক্ষেত্রে মোট নম্বর থেকে ০৭.৫ (সাত দশমিক পাঁচ) নম্বর কেটে মেধা তালিকা তৈরি করা যাবে। লিখিত পরীক্ষায় প্রতিটি ভুল উত্তর প্রদানের জন্য ০.২৫ নম্বর কেটে নেওয়া হবে।
- লিখিত পরীক্ষায় ১০০ নম্বরের মধ্যে ন্যূনতম ৪০ নম্বর পেতে হবে। লিখিত পরীক্ষায় ৪০ নম্বরের কম নম্বর প্রাপ্তরা অকৃতকার্য বলে গণ্য হবে। শুধুমাত্র কৃতকার্য পরীক্ষার্থীদের মেধা তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।
- এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষায় প্রাপ্ত ২০০ নম্বর হিসেবে নির্ধারণ করে নিম্নলিখিতভাবে মূল্যায়ন করা হবেঃ
ক) এসএসসি/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ-এর ১৫ গুণ= ৭৫ নম্বর (সর্বোচ্চ)
খ) এইচএসসি/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ-এর ২৫ গুণ= ১২৫ নম্বর (সর্বোচ্চ)
- উল্লেখিত পদ্ধতিতে এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষায় প্রাপ্ত নম্বরের যোগফলের ভিত্তিতে মেধা তালিকা প্রণয়ন করা হবে।
ভর্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ তারিখসমূহঃ
- অনলাইনে আবেদন শুরুর তারিখঃ ২৮ ফেব্রুয়ারি (সকাল ১০:০০ মিঃ)
- অনলাইনে আবেদনের শেষ তারিখঃ ১০ মার্চ (রাত ১১:৫৯ মিঃ)
- প্রবেশপত্র ডাউনলোড প্রক্রিয়াঃ ২৬ থেকে ২৯ মার্চ ২০২১২পর্যন্ত চলবে।
- ভর্তি পরীক্ষার তারিখঃ আগামী ১ এপ্রিল সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত।
- ক্লাশ শুরুর তারিখঃ এখনও ঘোষণা হয়নি।
পরীক্ষা ফিসঃ ১০০০/- (এক হাজার) টাকা
২০২১-২২ শিক্ষাবর্ষে মেডিকেল ও ডেন্টাল কলেজসমূহে ভর্তির আবেদন, প্রবেশ পত্র ডাউনলোড ও ফলাফল সংক্রান্ত ওয়েবসাইটের ঠিকানাঃ dghs.teletalk.com.bd
[এমবিবিএস ভর্তি বিজ্ঞপ্তি ২০২১-২২ ডাউনলোড করুন]
[এমবিবিএস ভর্তি নির্দেশনা ২০২২ ডাউনলোড করুন]
মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার ফলাফল ২০২১-২২পাবেন এই লিঙ্কে।
মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি/নোটিশ/সার্কুলার ২০২১-২০২২
২০২১-২২ শিক্ষাবর্ষে মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে প্রথম বর্ষে ভর্তিচ্ছু ছাত্র ছাত্রীদের জন্য বিস্তারিত নির্দেশনা
মেডিকেল কলেজে আসন সংখ্যা ২০২১-২২:
মেডিকেল ভর্তি পরীক্ষার মান বন্টন
উল্লেখ্য, ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষা পৃথকভাবে গ্রহণ করা হবে । ২০২১-২২ শিক্ষাবর্ষে বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য পরবর্তীতে লেখাপড়া বিডিতে প্রকাশ করা হবে।
২০২১-২২ শিক্ষাবর্ষে মেডিকেল ও ডেন্টালসহ বাংলাদেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি তথ্য, প্রবেশপত্র ডাউনলোড এর তারিখ, ভর্তি পরীক্ষার ফলাফল ও অন্যান্য সর্বশেষ তথ্য জানতে নিয়মিত লেখাপড়া বিডি ডট কম এর ভর্তি তথ্য বিভাগ ভিজিট করুন।