ফার্মেসী সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি: ডিসেম্বর-ফেব্রুয়ারী ২০২১ সেশনে ফার্মেসী সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ডিসেম্বর-ফেব্রুয়ারী সেশনের ভর্তি অনলাইনে ০১ নভেম্বর ২০২১ থেকে শুরু হবে।
ভর্তির যোগ্যতা:
- আবেদনকারীকে এসএসসি /সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
- আবেদনকারীর বয়সসীমা ১৭-৫০ বছরের মধ্যে হতে হবে।
- ড্রাগ লাইসেন্সধারী ফার্মেসির মালিক নিজে বা তাঁর ফার্মেসিতে কর্মরত এক বা একাধিক ব্যক্তি।
অনলাইনে আবেদনপত্র পূরণ, নিম্ববর্ণিত কাগজপত্রাদি সংযুক্ত (Upload) ও নির্ধারিত ফি জমা করতে হবে:
- এসএসসি / সমমানের সনদপত্রের সত্যায়তি কপি।
- সংশ্লিষ্ট ফার্মেসির ড্রাগ লাইসেন্সের সত্যায়িত কপি এবং মনোনীত ব্যক্তির ক্ষেত্রে ফার্মেসির নিজস্ব প্যাডে মালিক কর্তৃক প্রত্যয়নপত্র।
- জাতীয় পরিচয়পত্রের সত্যায়তি কপি।
- সদ্যতোলা পাসপোর্ট সাইজের ছবি।
- কোর্স ও পরীক্ষার ফি বাবদ সর্বমোট ৩,৮৬০/ টাকা অনলাইনের মাধ্যমে জমা করতে হবে।
অনলাইনে আবেদন ফি:
অনলাইনে আবেদনের ক্ষেত্রে কাউন্সিল কর্তৃক নির্ধারিত ফি ৩,৮৬০ টাকা অনলাইনে ডেভিট কার্ড, ক্রেডিট কার্ড, মোবাইল ব্যাংকিং (বিকাশ, রকেট, নদগ, mCash, AB, t-cash, Wallet, শিউর ক্যাশ ) ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে জমা দেয়া যাবে।
উল্লেখ্য: অনলাইনে আবেদনের পূর্বে আবেদনকারীকে আবেদনের নির্দেশিকাটি ভালো করে জেনে নিতে হবে এবং নির্দেশিকা অনুসারে অনলাইনে আবেদনপত্র পুরণ , সংশ্লিষ্ট কাগজপত্রাদি সংযুক্ত ( Upload) ও নির্ধারিত ফি জমা করতে হবে। অন্যথায় আবেদনকারীর আবেদনটি বাতিল বলে বিবেচিত হবে এবং ফি অফেরতযোগ্য।