জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২০ সালের অনার্স ১ম বর্ষ পরীক্ষার সময়সূচী ও সংশোধিত কেন্দ্রতালিকা প্রকাশ করা হয়েছে। প্রকাশিত অনার্স ১ম বর্ষ পরীক্ষার রুটিন ২০২০ অনুসারে এবারের পরীক্ষা ১৩ নভেম্বর ২০২১ তারিখ থেকে শুরু হবে। প্রতিটি পরীক্ষা বেলা ১ টা ৩০ মিনিট থেকে প্রশ্নপত্রে উল্লেখিত সময়কাল পর্যন্ত প্রতিটি তত্ত্বীয় বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। তত্ত্বীয় বিষয় সমূহের পরীক্ষা শেষ হবে ১৮ ডিসেম্বর ২০২১ তারিখ।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের নিয়মিত এবং ২০১৮-২০১৯, ২০১৭-১৮ ও ২০১৬-১৭ শিক্ষাবর্ষের অনিয়মিত ও গ্রেড উন্নয়ন শুধুমাত্র Promoted শিক্ষার্থীগণ F গ্রেড প্রাপ্ত কোর্সের ২০২০ সালের স্নাতক (সম্মান) ১ম বর্ষের পরীক্ষার্থীরা প্রকাশিত সময়সূচী অনুসারে এই পরীক্ষায় অংশগ্রহণ করবেন।
তত্ত্বীয় বিষয় সমূহের পরীক্ষা শেষ হওয়ার পরে ব্যবহারিক পরীক্ষা শুরু হবে যার তারিখ পরবর্তীতে জানানো হবে। সংশ্লিষ্ট পরীক্ষার্থীদেরকে নিজ নিজ কলেজে যোগাযোগ করে ব্যবহারিক পরীক্ষার তারিখ ও সময়সূচী জেনে নিতে হবে। পরীক্ষার বিস্তারিত সময়সূচি ও কেন্দ্রতালিকা আপনাদের সুবিধার্থে নিচে তুলে দেওয়া হলোঃ